তিন শর্ত পূরণ হলে জাতীয় সরকার গঠন করবে জামায়াত: শফিকুর রহমান
ক্ষমতায় গেলে নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে সব রাজনৈতিক শক্তিকে সম্পৃক্ত করে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাতে মিরপুরের কাফরুল এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এ বক্তব্য দেন।
জামায়াত আমির বলেন, অনেকেই জাতীয় সরকার গঠনের কথা বলেন, কিন্তু জামায়াতকে বাদ দেওয়ার ইঙ্গিত থাকে। অথচ জামায়াত ক্ষমতায় এলে তিনটি মৌলিক শর্তে সবাইকে সঙ্গে নিয়েই জাতীয় সরকার গঠন করবে।
তিনি জানান, জামায়াত সমাজে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। বিদ্যমান বৈষম্য নিরসন এবং শ্রমজীবী মানুষ ও বিত্তশালীদের মধ্যকার ব্যাপক অর্থনৈতিক ফারাক কমানোকে দলটি অগ্রাধিকার দেবে।
দেশে দুর্নীতির বিস্তার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ অবস্থার পরিবর্তনে কার্যকর ও ন্যায়ভিত্তিক শাসন প্রয়োজন।
নির্বাচন ব্যবস্থা নিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া অপরাধমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। অতীতে অনিয়মপূর্ণ নির্বাচন থেকেই নানা অপরাধের বিস্তার ঘটেছে। তাই আসন্ন নির্বাচনকে পুরোপুরি সচ্ছ্ব ও গ্রহণযোগ্য করতে হবে, যাতে প্রকৃত জনপ্রতিনিধিরা দেশ পরিচালনার সুযোগ পান।
এ সময় তিনি বলেন, ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহ পরিপন্থী আইন না করার প্রতিশ্রুতি অনেকেই দেন। তবে জামায়াত চায় স্পষ্ট ও সাহসী অঙ্গীকার—দেশ পরিচালনায় ইসলামী মূল্যবোধ কার্যকর করতে হবে।
নিজের নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বুলেটপ্রুফ গাড়ির চেয়েও তিনি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখেন।

Please share your comment: