দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ : তারেক রহমান
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব বিএনপির হাতেই নিরাপদ বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির তৃতীয় দিনের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বক্তব্য দেন তিনি।
তারেক রহমান বলেন, জনগণ আর মুখের কথায় বিশ্বাস করতে চায় না। তারা স্পষ্টভাবে জানতে চায়—কে কীভাবে দেশ চালাবে, অর্থনীতি, নিরাপত্তা ও মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান কীভাবে হবে। তার ভাষায়, এসব বিষয়ে সুসংহত ও বিস্তারিত পরিকল্পনা কেবল বিএনপির কাছেই আছে।
তিনি বলেন, জাতির সঙ্গে দূরত্ব তৈরি হলে ভবিষ্যতে দেশের অস্তিত্ব নিয়েও সংকট দেখা দিতে পারে। বিভক্ত রাজনীতি দিয়ে টেকসই রাষ্ট্র গঠন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি ক্ষমতায় গেলে চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, সাধারণ মানুষ যেন সরাসরি রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পায়—সে ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা প্রসঙ্গে তারেক রহমান বলেন, দল-মত নির্বিশেষে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
শিক্ষা খাতে সংস্কারের কথা তুলে ধরে তিনি জানান, শিক্ষার্থীদের জন্য বহুভাষা শিক্ষা ও ভোকেশনাল প্রশিক্ষণ বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জেলা ও বিভাগভিত্তিক টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে তরুণদের কর্মদক্ষ করে তোলাই হবে লক্ষ্য।

Please share your comment: