বাংলাদেশে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে শিগগিরই একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেখতে চায়। নির্বাচনের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক সরকারের অভ্যুদয়ে ইইউ গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আমীর খসরু বলেন, ইইউ আসন্ন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আগ্রহী এবং শান্তিপূর্ণ ভোটের পরিবেশ কীভাবে নিশ্চিত করা যায়—তা নিয়েই মূলত আলোচনা হয়েছে।
তিনি জানান, পারস্পরিক সম্মান বজায় রেখে নির্বাচনকালীন স্থিতিশীলতা রক্ষা, রাজনৈতিক সহনশীলতা এবং সংঘাতমুক্ত পরিবেশ তৈরির ওপর বৈঠকে জোর দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার ব্যবসা-বাণিজ্যে যে বাধাগুলো রয়েছে, সেগুলো দূর করার বিষয়েও আলোচনা হয়েছে।
আমীর খসরু আরও বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই। দলটি সহিংস কিংবা সংঘর্ষের রাজনীতিতে বিশ্বাস করে না। বরং একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং জনগণের অংশগ্রহণে সমৃদ্ধ নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় বিএনপি।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

Please share your comment: