ঐক্যবদ্ধ না হতে পারলে ভয়াবহ কিছু অপেক্ষা করছে: তারেক রহমান

News Desk Published: 08 ডিসেম্বর 2025 20:12 পিএম

ছবি : সংগৃহীত

নেতাকর্মীদের সতর্ক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে যে লড়াই আসছে তা অত্যন্ত কঠিন। ঐক্যবদ্ধ না হতে পারলে সামনে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনোনয়ন নিয়ে দলের ভেতরের বিভ্রান্তির বিষয়ে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, কম-বেশি যেটা ভালো মনে হয়েছে, সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। আপনার এলাকায় প্রার্থী ঘোষণা হয়েছে; হয়তো যাকে পছন্দ করতেন তিনি মনোনয়ন পাননি, যিনি পেয়েছেন তার সঙ্গে আপনার যোগাযোগ কম। কিন্তু মনে রাখতে হবে—আপনি কোনো ব্যক্তির জন্য নয়, আপনি ধানের শীষের জন্য, দলের জন্য কাজ করছেন।

তিনি বলেন, এখানে প্রার্থী মুখ্য নয়; মুখ্য হলো দল, দেশের উন্নয়ন পরিকল্পনা এবং ধানের শীষের আদর্শ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আন্দোলনের সময় যেমন জনগণকে আমরা পাশে পেয়েছিলাম, এখন তেমনি তাদের দেশ গড়ার পরিকল্পনাও স্পষ্ট করে বোঝাতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়।

আগামী দুই মাস বিএনপির উন্নয়ন পরিকল্পনায় জনগণের সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, এটি আজকের অঙ্গীকার। আমি বিশ্বাস করি, তোমরা এই দায়িত্ব বাস্তবায়ন করতে সক্ষম হবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার সময় খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। বিএনপি আবার ক্ষমতায় এলে সেই খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করা হবে।

তারেক রহমান বলেন, খাল খননের মাধ্যমে একদিকে যেমন বন্যা নিয়ন্ত্রণ হয়েছিল, অন্যদিকে কৃষির সেচ ব্যবস্থা শক্তিশালী হয়েছিল। একই লক্ষ্য নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চায় বিএনপি।

Please share your comment:

Related