২০০ আসনে জিতলেও জাতীয় সরকার গঠন করবে জামায়াত: শফিকুর রহমান

National Desk Published: 08 ডিসেম্বর 2025 20:12 পিএম

ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ২০০ আসনে জয় পেলেও দেশের স্থিতিশীলতা রক্ষায় জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আগামী পাঁচ বছরে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা, অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হলে একটি জাতীয় সরকারের প্রয়োজন। আমরা নির্বাচিত হলে সেদিকেই এগোব। এমনকি ২০০ আসনে বিজয়ী হলেও জাতীয় সরকারই গঠন করব।’

ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজিত হলে সমস্যা হবে কি না— সে বিষয়েও আলোচনা হয়েছে।

শফিকুর রহমান বলেন, ‘আমরা তাদের জানিয়েছি, দেশের মানুষ এখনো গণভোট বিষয়ে পুরোপুরি সচেতন নয়। একই দিনে দুটি নির্বাচন হলে উভয় প্রক্রিয়াই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আমাদের দাবি— নির্বাচন ও গণভোট আলাদা দিনে হওয়া উচিত।’

ইইউ প্রতিনিধিরা দলটির নির্বাচনি ইশতেহারেও আগ্রহ দেখিয়েছেন জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আমাদের ম্যানিফেস্টোতে তারা কিছু বিষয় দেখতে চেয়েছেন। আমরা জানিয়েছি, এসব বিষয় ইতোমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা একটি ইনক্লুসিভ বাংলাদেশ চায়। আল্লাহর ইচ্ছা ও জনগণের ভালোবাসায় নির্বাচিত হলে আমরা সেই অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশই গড়ে তুলব। কোনো দলকেই বাদ দেওয়া হবে না।’

ধর্ম ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে শফিকুর রহমান বলেন, ‘আমরা কখনো ধর্মকে ব্যবহার করিনি, ভবিষ্যতেও করবো না। ধর্ম আমাদের চিন্তা ও বিশ্বাসের অংশ। আমরা ধর্ম নিয়ে কাজ করি, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানাই না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের সময় যারা হঠাৎ করে বেশি বেশি ধর্মীয় অনুশীলন দেখান, ধর্মের প্রতীক প্রদর্শন করেন—তারাই মূলত ধর্মকে ব্যবহার করেন। আমরা সারা বছর বিশ্বাসের জায়গা থেকেই কাজ করি।’

Please share your comment:

Related