এনসিপিসহ ৩ দলের নতুন জোট, মুখপাত্র নাহিদ ইসলাম

National Desk Published: 07 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি: ফোকাস বাংলা

তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জোটটির ঘোষণা দেওয়া হয়।

নতুন এ জোটে রয়েছে—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

সংবাদ সম্মেলনে জোট গঠনের ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক সংস্কার জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘দীর্ঘ সময় ধরেই আমরা একটি ঐক্যপ্রক্রিয়ার ভেতর ছিলাম। আজ তিনটি দল একত্র হয়ে সেই প্রক্রিয়াকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে। এই ঐক্য আরও বিস্তৃত হবে। যারা পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করে— এমন সব রাজনৈতিক দলকে এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানাই।’

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন জনগণের প্রধান দাবি। পুরোনো ব্যবস্থার প্রতি মানুষের হতাশা স্পষ্ট। নানা সীমাবদ্ধতা থাকলেও আজ আমরা একটি নতুন যাত্রা শুরু করলাম। জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ধারণ করে তিনটি দল একসঙ্গে পথ চলবে।’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, ‘শুরুটা তিন দল নিয়ে হলেও ভবিষ্যতে এই জোট আরও বৃহৎ পরিসরে বিস্তৃত হবে— আমরা সে আশাই করছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

Please share your comment:

Related