‘তাদেরকে’ দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে: তারেক রহমান

National Desk Published: 07 ডিসেম্বর 2025 20:12 পিএম

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘যারা বলছেন অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন— জনগণ তাদের ১৯৭১ সালেই দেখেছে। কিভাবে তারা লাখ লাখ মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, সেটাও মানুষ ভুলে যায়নি।’

রোববার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

রাজনীতিতে বেহেশতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বেহেশত বা দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এগুলো যারা বলে তারা শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে। পরকালে কে কোথায় যাবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু সৃষ্টিকর্তারই আছে।’

তারেক রহমান বলেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কঠোর হবে। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা হবে। তিনি বলেন, আইন-শৃঙ্খলা ঠিক না হলে দেশ মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

তিনি আরও বলেন, ‘দেশ যখনই সংকটের মধ্যে পড়েছে, বিএনপি ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি করেছে। এই দেশ স্বাধীন করতে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। স্বাধীন দেশ গড়তেও সবাইকে কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে।’

স্বৈরাচারী সময়ের মতো এখনো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে তারেক রহমান বলেন, ‘একটি দল আজ একই কৌশলে অপপ্রচার চালাচ্ছে। অথচ ওই দলের দুইজন বিএনপির সময় মন্ত্রী ছিলেন। তারা প্রবীণ মানুষ, তারা জানতেন বেগম খালেদা জিয়া দুর্নীতির প্রশ্নে কখনও আপস করেন না।’

বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্ক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আজ প্রতিটি ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে। সামনে কঠিন সময় আসছে। দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকতে হবে।’

Please share your comment:

Related