সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পরই নির্বাচনের তফসিল হোক: নাহিদ

News Desk Published: 05 ডিসেম্বর 2025 22:12 পিএম

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘তফসিল নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান নেতার সুস্থতার বিষয় রয়েছে। আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল ঘোষণা হোক।’

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এনসিপি আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, ‘এনসিপি এখন পর্যন্ত কারও সঙ্গে প্রকাশ্য বা অপ্রকাশ্য কোনো সমঝোতা করেনি। আমাদের নিয়ে একটি পক্ষ অপপ্রচার করছে। খুব শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করব। তৃতীয় একটি জোট নিয়ে আলোচনাও চলমান আছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য তারিখ পরিবর্তন হবে না। বরাবরই বলা হয়েছে আমরা নির্বাচনবিরোধী—কিন্তু আমরা নির্বাচন চাই। তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে যেতে হবে। একটি বিশেষ রাজনৈতিক দলের কারণে সময়সীমা বদলাবে বলে মনে করি না।’

এনসিপির আহ্বায়ক জানান, তাদের দলের যাত্রা নির্বাচনের মধ্যেই থেমে যাবে না, বরং আরও ত্বরান্বিত হবে। নির্বাচনের পরেও সংস্কারের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ পর্যাপ্ত আছে বলব না। তবে নানা সীমাবদ্ধতা নিয়েও এগিয়ে যেতে হবে।’

Please share your comment:

Related