খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ

National Desk Published: 05 ডিসেম্বর 2025 22:12 পিএম

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, বোর্ডের পরামর্শেই শুক্রবার বিকেলে তার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে। এন্ডোসকপির মাধ্যমে ইস্টোমার ভেতরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে।

চিকিৎসক দলের ওই সদস্য জানান, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সটি জর্জিয়ার তিবলিসি থেকে উড়ে ঢাকায় পৌঁছাবে।

প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছে বিএনপি।

প্রথমে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা থাকলেও, কারিগরি রক্ষণাবেক্ষণজনিত কারণে সেটি ঢাকায় আসতে পারেনি। ফলে দ্রুত বিকল্প হিসেবে জার্মানভিত্তিক বেসরকারি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠানোর উদ্যোগ নেয় কাতার।

এর আগে গত জানুয়ারিতেও উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।

Please share your comment:

Related