বড় কোনো সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বড় ধরনের কোনো সংকট বা বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি না হলে রমজানের আগেই ফেব্রুয়ারিতে সরকারের ঘোষিত জাতীয় নির্বাচনের জন্য বিএনপি সম্পূর্ণ প্রস্তুত।
শুক্রবার দুপুরে কুড়িগ্রামের নিজ এলাকা সরদার পাড়া জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে রিজভী বলেন, ‘তারেক রহমান জনতার নেতা। তাঁর মায়ের অসুস্থতা বিবেচনায় উপযুক্ত সময়েই নিজের সিদ্ধান্তে দেশে ফিরবেন। এটি পুরোপুরি তাদের পারিবারিক বিষয়।’
তিনি আরও বলেন, নির্বাচন চলমান হলে সবাই ধানের শীষের প্রার্থীদের পক্ষে কাজ করবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবুসহ স্থানীয় নেতাকর্মীরা।

Please share your comment: