সুখবর পেতে যাচ্ছেন আমজনতার তারেক রহমান
দলের নিবন্ধনের দাবিতে সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে অনশনে বসেছিলেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, পুনঃতদন্তে ইতিবাচক অগ্রগতি পাওয়ায় দলের নিবন্ধন বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
ইসি ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। তিনি জানান, কমিশন তাকে নিশ্চিত করেছে যে আমজনতার দল নিবন্ধন পেতে যাচ্ছে। এ খবর শোনার পরই তিনি কমিশনে আসেন এবং বিষয়টি সরাসরি জেনে নেন।
তারেক রহমান বলেন, তাদের দল প্রতীক হিসেবে ‘প্রজাপতি’ মার্কাই চাইছে।
গত ৪ নভেম্বর নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ার পর ইসি ভবনের সামনে অনশনে বসেছিলেন তিনি। পরে ৯ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের আশ্বাসে অনশন ভাঙেন।
এ ছাড়া আরেকটি দল—‘জনতার দল’—নিবন্ধন পেতে যাচ্ছে। দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল এবং মহাসচিব মো. আযম খান।
ইসি সচিব আখতার আহমেদ জানান, পুনঃতদন্তে দুই দলের জেলা–উপজেলা পর্যায়ের কাঠামো ও কার্যালয়ের অস্তিত্ব পাওয়া গেছে। ফলে নিবন্ধনের শর্ত পূরণ হওয়ায় কমিশন নীতিগতভাবে সম্মতি দিয়েছে।
তিনি আরও বলেন, দল দুটির বিষয়ে কারও আপত্তি থাকলে তা জানানোর জন্য ৯ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়ে শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Please share your comment: