জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খুলনার কৃষ্ণ নন্দী

National Desk Published: 03 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি : সংগৃহীত

খুলনা–১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে প্রার্থী পরিবর্তন করেছে জামায়াতে ইসলাম। দলটির ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে এবার মনোনয়ন দেওয়া হয়েছে। প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের কাউকে প্রার্থী করল দলটি।

১ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন। পরবর্তী সমন্বয় বৈঠকে আজ বুধবার স্থানীয় নেতারা সিদ্ধান্তটি কার্যকর করেন।

জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন প্রার্থী কৃষ্ণ নন্দী বলেন, “জামায়াতের পক্ষ থেকে আমাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। শিগগিরই প্রচারণা শুরু করব।”

আগে ঘোষিত প্রার্থী মাওলানা আবু ইউসুফ মনোনয়ন পরিবর্তনকে স্বাগত জানিয়ে বলেন, “দলের সিদ্ধান্ত অনুযায়ী কৃষ্ণ নন্দীর পক্ষে প্রচারণা শুরু করেছি। নির্বাচনী পরিচালনা কমিটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করব।”

গত ৯ ফেব্রুয়ারি খুলনার ছয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে খুলনা–১ আসনেই শুধু প্রায় ১০ মাস পর প্রার্থী পরিবর্তন করা হলো।

Please share your comment:

Related