আমরা চাই না নির্বাচনের যাত্রা ব্যাহত হোক: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যথাসময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই তাদের প্রত্যাশা। নির্বাচন যেন কোনোভাবেই ব্যাহত না হয়—এ আহ্বানও জানিয়েছেন তিনি।
বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, “আমরা চাই এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। সব প্রার্থী যেন স্বচ্ছতার সঙ্গে নির্বাচনে অংশ নিতে পারেন—সেই পরিবেশ তৈরি করা কমিশনের দায়িত্ব।”
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ থাকায় এসপি–ডিসি বদলিকে রাজনৈতিক প্রভাবিত বলেও মন্তব্য করেন তিনি। এসব বিষয়ে কমিশনের উদ্যোগের আহ্বান জানান।
গণভোটের প্রশ্নগুলো সাধারণ মানুষের কাছে জটিল মনে হতে পারে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এগুলো আরও সহজ হওয়া দরকার ছিল। “বিভ্রান্তির সুযোগ আছে। তাই সরকার ও কমিশনের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচার করতে হবে এবং প্রশ্নগুলো জনগণের সামনে স্পষ্ট করতে হবে।” তিনি বলেন—মিস ইনফরমেশন ও ডিজইনফরমেশনের বিরুদ্ধে কমিশনকে সক্রিয় হতে হবে।
নারী প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং ঠেকাতে আলাদা পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “নির্বাচন কমিশন বিষয়ে আমাদের আগের উদ্বেগ এখনো আছে। পুরোনো আইনে এটি গঠিত হয়েছে। সংস্কার প্রস্তাব অনুযায়ী কমিশন হওয়া উচিত ছিল। তবুও আমরা নির্বাচনমুখী থাকতে চাই।”
তিনি আরও জানান, কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে তারা অনাস্থা জানাতে বাধ্য হবেন।

Please share your comment: