প্রত্যেক ভোটারই হবে আমার এজেন্ট: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক ভোটারই তার এজেন্ট হিসেবে কাজ করবে। তিনি বলেন, ‘নির্বাচনে আমি আপনাদের টাকা দিতে পারব না। তবে সুখে–দুঃখে আপনাদের পাশে থাকব। আপনারা শুধু ভোটারদের কাছে আমার সালাম পৌঁছে দেবেন।’
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামে নির্বাচনী পদযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘অনেকে বলে আমাদের এজেন্ট দেওয়ার লোক নেই। কিন্তু যাদের ১৭ বছর ধরে এজেন্ট ছিল, তারা হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারেনি। আমাদের এজেন্ট কম ছিল, তবুও আমরাই স্বৈরাচারকে বিদায় করেছি। আন্দোলনের সময় অন্য দলের মানুষও আমাদের পাশে দাঁড়িয়েছে। ঠিক তেমনভাবেই নির্বাচনে ভালো কাজ করলে অন্য দলের মানুষও আমাদের সঙ্গে আসবে। আগামী নির্বাচনে প্রত্যেক ভোটারই আমার এজেন্ট হবে।’
এর আগে ফজরের পর ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের বড় বাড়ি থেকে দিনব্যাপী নির্বাচনী পদযাত্রা শুরু করেন তিনি। এ সময় এনসিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please share your comment: