বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে এক গণমাধ্যমকে এ তথ্য দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। অবস্থা আগের মতো থাকলে তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন।”
এর আগে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তিনি ট্রাভেল পাসের আবেদনও করেননি। আবেদন করলেই তা ইস্যু করা হবে এবং তার দেশে ফেরা নিশ্চিতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে চাইলে সরকার সহায়তা করবে, তবে সিদ্ধান্ত নিতে হবে পরিবার ও দলকে।
আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। দুই বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। পরে ছয় মাস পরপর সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হলেও বিদেশে যেতে দেওয়া হয়নি তাকে।
বহু বছর ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।
এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বারবার এভারকেয়ার হাসপাতালে নিতে হয়। সবশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তার অবস্থা সংকটাপন্ন বলে জানাচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ নেতারা।

Please share your comment: