এসএসএফের বিশেষ নিরাপত্তায় খালেদা জিয়া — এভারকেয়ারে নিরাপত্তা জোরদার

National Desk Published: 02 ডিসেম্বর 2025 15:12 পিএম

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (VVIP)’ ঘোষণা করার পর তাকে ঘিরে স্পেশাল সিকিউরিটি ফোর্স–এসএসএফের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এসএসএফের দায়িত্ব গ্রহণের কথা নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। দুপুর ২টার দিকে এসএসএফের গাড়িবহরকে হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়।

এদিকে দুপুর সাড়ে ১২টার প্রেস ব্রিফিংয়ে ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান—
বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং আজই যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছাবেন।

তিনি বলেন—
“খালেদা জিয়া চিকিৎসা মেইনটেন করতে পারছেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

প্রায় ১০ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। হঠাৎ শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাকে আইসিইউয়ে স্থানান্তর করা হয়।

Please share your comment:

Related