ক্ষমতায় গেলে আন্দোলনের প্রয়োজন হবে না, দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে সরকার: জামায়াত আমির

National Desk Published: 30 নভেম্বর 2025 21:11 পিএম

ফাইল ছবি

ক্ষমতায় এলে জনগণকে আন্দোলনে নামতে হবে না এবং রাষ্ট্রীয় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে— এমন প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। রোববার (৩০ নভেম্বর) দুপুরে ‘প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের ভূমিকা’ বিষয়ক সেমিনারে তিনি এ বক্তব্য দেন।

ডা. শফিকুর রহমান বলেন, আগের সরকারগুলো শুধু আশ্বাস দিয়েছে; কিন্তু জামায়াত আশ্বাস নয়, কাজের মাধ্যমেই পরিবর্তন দেখাতে চায়। একই ভাষায় কথা বলা একটি জাতি হিসেবে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি অভিযোগ করেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার মূল কারণ হলো খারাপ রাজনীতি। এ কারণে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক কাঠামো এখনও মানসম্মত হয়নি। তার মতে, শিশুদের পড়ালেখার পরিকল্পনা মা–বাবা নয়, যোগ্য শিক্ষকরা নির্ধারণ করবেন— যাতে ভবিষ্যৎ প্রজন্ম দক্ষ মানবসম্পদে পরিণত হয়।

বিচারব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘এ দেশে ন্যায়বিচার পেতে টাকা লাগে— এই বাস্তবতা বদলাতে হবে।’ ক্ষমতায় গেলে জনগণকে আর দাবি নিয়ে দপ্তরে ঘুরতে হবে না; সরকারের দায়িত্বেই সেবা ঘরে পৌঁছে দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

Please share your comment:

Related