জনসেবা যাদের পেশা–নেশা, তাদের হাতেই জামায়াতের পতাকা: ডা. শফিকুর রহমান
জামায়াত ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনসেবায় যাদের পেশা ও নেশা—সেই নিষ্কলুষ মানুষদের হাতেই ৩০০ আসনে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর বলেন, “জামায়াতের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালায়নি। নির্যাতন, জেল–জুলুম, প্রাণহানি—সবই সয়েছি। কিন্তু দেশ ছেড়ে পালাইনি।”
তিনি আরও বলেন, পুরোনো ফরমুলায় নতুন বাংলাদেশ চলবে না। জনগণ বস্তাপচা, দুর্গন্ধময় রাজনীতি চায় না—চায় নিরপেক্ষ ও জনগণের সরকার।
জামায়াত আমিরের দাবি, ফ্যাসিবাদের একটি অংশ বিদায় নিলেও লক্ষণ এখনো রয়ে গেছে। তিনি বলেন, “সব শ্রেণি–পেশার মানুষ খোলা বুকে গুলি ও আগুনের বিরুদ্ধে লড়েছে। উন্নত শিক্ষা প্রত্যাশী ছাত্র–যুবক আজও পরিবর্তনের অপেক্ষায়।”
দেশ চালানোর অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, “হ্যাঁ, আমাদের জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা নেই, চাঁদাবাজির অভিজ্ঞতা নেই, গণরুম বা টর্চার সেল বানানোর অভিজ্ঞতা নেই, দুর্নীতির অভিজ্ঞতা নেই।”
দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠলে দেশ ঐক্যের পথে এগোবে উল্লেখ করে তিনি বলেন, ১৫ বছরের বেশি সময় ধরে জামায়াতকে ধ্বংসের চেষ্টা হয়েছে, কিন্তু কেউই মাথা নত করেনি।
তিনি আরও দাবি করেন, ছাত্র শিবির ক্যাম্পাসে ছাত্রসংসদ নির্বাচনে শিক্ষার্থীদের ভালোবাসায় নতুন ইতিহাস তৈরি করেছে। আর সরকার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় ফিরতে না পারায় পুরোনো সন্ত্রাসীরা নতুন রূপে ফিরে এসেছে।
ডা. শফিকুর রহমান বলেন, “৩০০ আসনে আমরা মনোনীত করেছি নিষ্কলুষ প্রার্থী। জনসেবা যাদের পেশা ও নেশা—জামায়াতের পতাকা তাদের হাতেই তুলে দিয়েছি।”

Please share your comment: