তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ফিরবেন তারেক রহমান: আবদুল আওয়াল মিন্টু
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু জানিয়েছেন, তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী-২ আসনের দাগনভূঞার তুলাতলী এলাকায় পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মিন্টু বলেন, তারেক রহমানের ফেরা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। নির্বাচন যেভাবেই হোক, ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।
নিজের প্রার্থীতা প্রসঙ্গে মিন্টু বলেন, এবারই প্রথম তিনি ব্যক্তিগতভাবে নির্বাচন করছেন। দেশের আর্থ–সামাজিক পরিবর্তনের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি। সেই নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে শান্তি–শৃঙ্খলা ও সমৃদ্ধির সরকার গঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ধানের শীষকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে কাজ করবেন তিনি।
পথসভায় বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা।
এদিকে মিন্টুর পথসভায় যাওয়ার পথে জিরো পয়েন্ট এলাকায় একটি মালবাহী ট্রাক রেখে গাড়িবহরে বাধা সৃষ্টি করে বহিষ্কৃত ছাত্রদল নেতা জামসেদুর রহমান ফটিকের সমর্থকরা। এতে দীর্ঘ যানজট তৈরি হলে পুলিশ ও সেনাসদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

Please share your comment: