বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

News Desk Published: 27 নভেম্বর 2025 19:11 পিএম

আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি প্রকাশ করেন।

এর আগে শহীদ ডা. শামসুল আলম মিলনের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন রিজভী। সেখানে তিনি বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ ও শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। তার অভিযোগ—দুজনই গণতন্ত্রকে আঘাত করেছেন এবং লুটপাটকে রাষ্ট্র পরিচালনার হাতিয়ার বানিয়েছেন।

রিজভী বলেন, “এরশাদ ব্যাংক লুট করেছিলেন, আর তার চূড়ান্ত রূপ দিয়েছেন শেখ হাসিনা।” তিনি দাবি করেন, নানা বিরোধিতা ও বিবাদের পরও শেষ পর্যন্ত তারা একমঞ্চে এসে গণতন্ত্রবিরোধী অবস্থান নিয়েছিলেন।

ঘোষিত নতুন কর্মসূচির মাধ্যমে বিএনপি দেশের জন্য পুনর্গঠন–সংক্রান্ত পরিকল্পনা তুলে ধরবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

Please share your comment:

Related