সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাইলেন খালেদা জিয়া

News Desk Published: 24 নভেম্বর 2025 20:11 পিএম

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। হার্ট ও ফুসফুসের জটিলতা নিয়ে তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

সোমবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তাকে সুস্থ করেন। রোববার সন্ধ্যায় গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ পাওয়া গেছে। হার্ট ও ফুসফুসের জটিলতার কারণে তাকে কমপক্ষে ১২ ঘণ্টা বিশেষ পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, কতদিন হাসপাতালে থাকতে হবে তা এখনই বলা যাচ্ছে না; শারীরিক অবস্থার উন্নতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেন। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুসসহ বিভিন্ন ক্রনিক জটিলতায় ভুগছেন। এ বছর ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

Please share your comment:

Related