বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভুটান

National Desk Published: 23 নভেম্বর 2025 22:11 পিএম

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।

রোববার (২৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল জানান, ভুটানের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন। পাশাপাশি দুই দেশের ব্যবসা, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ–সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

বিএনপি মহাসচিব বলেন, ভুটান বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। পাশাপাশি যে সরকারই ক্ষমতায় আসুক, সেই সরকারের সঙ্গে কাজ করতে ভুটান আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফর শেষে সোমবার (২৪ নভেম্বর) তিনি দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

Please share your comment:

Related