ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো শঙ্কা নেই: জামায়াত সেক্রেটারি

National Desk Published: 23 নভেম্বর 2025 17:11 পিএম

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে তারা কোনো শঙ্কা দেখছেন না। তবে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি সরকারকে বিবেচনা করতে হবে।

রোববার (২৩ নভেম্বর) ঢাকায় কমনওয়েলথের একটি প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের পাঁচ সদস্যের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে কমনওয়েলথের পক্ষ থেকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন, সংস্কার ইস্যু এবং এসব বিষয়ে জনগণের কাছে তথ্য তুলে ধরার বিষয়েও আলোচনা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। তবে জামায়াত ভাগ-বাটোয়ারার রাজনীতিতে বিশ্বাস করে না।

Please share your comment:

Related