দেশে কোরআন-সুন্নাহর বিপরীতে কোনো কাজ হবে না : সালাহউদ্দিন

National Desk Published: 23 নভেম্বর 2025 17:11 পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশে কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কাজ করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রবিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উপযুক্ত তথ্য-প্রমাণ ছাড়া রাষ্ট্রের কাউকেই গ্রেফতার করা যায় না—ইমাম-খতিবদের ক্ষেত্রে তো নয়ই। বিগত সরকারকে তিনি ইসলাম বিদ্বেষী বলেও মন্তব্য করেন।

সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, দেশের ‘নবযাত্রা’ শুরু হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দুনিয়ার কোনো কার্যক্রম যেন মসজিদে আশ্রয় না পায়। রাজনৈতিক চর্চার বহু স্থান আছে; ইমামদের বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত।

Please share your comment:

Related