জামায়াতসহ ৮ দল সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেবে: হামিদুর রহমান আযাদ

News Desk Published: 19 নভেম্বর 2025 21:11 পিএম

ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীসহ আটটি দল আসন সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। পাঁচ দফা দাবিতে আজ বুধবার আট দলের নতুন কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, অন্য দলের জন্যও জোটের দরজা উন্মুক্ত।

জুলাই অভ্যুত্থানের পর নির্বাচনের রাজনৈতিক চিত্র বদলায়। জামায়াত এবার ইসলামী দলগুলোকে নিয়ে আলাদাভাবে নির্বাচন করতে চাইছে। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো হলো: ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

আট দল ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশের সাত বিভাগীয় শহরে সমাবেশের আয়োজন করবে। তারা গণভোটে ‘হ্যাঁ’ প্রচার চালাবে এবং সংসদের উচ্চকক্ষে আসন বণ্টনের জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি তুলবে।

Please share your comment:

Related