ভোটের আগে প্রশাসনে লটারিতে বদলি চায় জামায়াতে ইসলামী

National Desk Published: 19 নভেম্বর 2025 15:11 পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি করার প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এটি সবচেয়ে নিরপেক্ষ এবং আস্থা যোগ্য পদ্ধতি।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাতটি রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে জামায়াতের পক্ষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এক মাসও হয়নি, ২০ দিনও হয়নি, একজন ডিসি হঠাৎ বদলি হয়েছেন। এই সপ্তাহে আরও অনেককে রদবদল করা হয়েছে। মনে হয় এটি কোনো পরিকল্পিত উদ্দেশ্যে করা হচ্ছে।” মিয়া গোলাম পরওয়ার লটারির মাধ্যমে ট্রান্সফারের পক্ষে মত দেন এবং বলেন, “লটারির মাধ্যমে বদলি হলে, যার যেখানে তকদির আছে, সে সেখানে যাবে। এতে কোনো প্রশ্ন থাকবেনা।” তিনি আরও বলেন, “আগেও নির্বাচন কমিশনের সময়ে তফসিল ঘোষণার পর এক রাতে সব ডিসি-এসপির বদলি হয়েছিল, তাতে কোনো প্রশ্ন ওঠেনি। এখনও এমন সিদ্ধান্ত নেওয়া উচিত।”

সংলাপে জামায়াত প্রবাসীদের পোস্টাল ব্যালট এবং জাতীয় পরিচয়পত্রের বিকল্প হিসেবে পাসপোর্ট ব্যবহার, নির্বাচনী আচরণবিধি, ভোটার তালিকায় ছবি স্পষ্ট করা, নির্বাচনী প্রচারে লাউডস্পিকারের ব্যবহার সীমিত করা এবং ভোটকেন্দ্রে অন্তত পাঁচজন সেনাসদস্য মোতায়েনের বিষয়ে ইসির কাছে আহ্বান জানানো হয়।

জামায়াতে ইসলামী প্রতিনিধি হিসেবে সংলাপে অংশ নেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং আইনজীবী শিশির মনির।

Please share your comment:

Related