রায় ঘোষণা একসঙ্গে দেখলেন ঢাবি ভিসি ও বিএনপি নেতা সালাহউদ্দিন
মানবতাবিরোধী অপরাধ–সংক্রান্ত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে একসঙ্গে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ঢাবি ভিসির কার্যালয়ে তারা রায়–ঘোষণা দেখেন। তার আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল আয়োজিত ‘বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার রূপান্তর : একটি কৌশলগত রোডম্যাপ’ শীর্ষক সেমিনারে অংশ নিতে সালাহউদ্দিন ক্যাম্পাসে যান। সেমিনার শেষে তিনি উপাচার্যকে সৌজন্য সাক্ষাতে ভিসি কার্যালয়ে গেলে তারা একসঙ্গে বসে সরাসরি সম্প্রচার দেখেন।
এসময় উপস্থিত ছিলেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম, ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এছাড়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতা মিনহাজ আহমেদ প্রিন্স ও ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি গণেশ চন্দ্র সাহাও সেখানে ছিলেন বলে জানা যায়।
রায় ঘোষণার পর সালাহউদ্দিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে। তিনি দাবি করেন, ফ্যাসিবাদী প্রবণতা যেন কোনো ব্যক্তি বা সরকার ক্ষমতায় থাকলে প্রকাশ না পায়—এই রায় সেই দৃষ্টান্ত তৈরি করবে।
জুলাই–আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল–১ সোমবার যে রায় ঘোষণা করেছে, তাতে অভিযোগ অনুসারে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষীতে পরিণত হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Please share your comment: