যুক্তরাজ্যে ২০২৯ সাল পর্যন্ত পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ: সারাহ কুক

National Desk Published: 07 ডিসেম্বর 2025 21:12 পিএম

ফাইল ছবি

২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত বহুজাতিক ব্যাংক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) এক্সপোর্ট এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

এ সময় সারাহ কুক বলেন, ২০২৯ সালের পরও তৈরি পোশাকসহ বাংলাদেশের প্রায় ৯২ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। এতে বাংলাদেশের রফতানি পণ্যে বৈচিত্র্য আসবে এবং নতুন খাত বিকাশের সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, এই সুবিধা প্রমাণ করে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী।

Please share your comment:

Related