ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ালো এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে। পূর্বে এটি ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।
এনবিআর আরও জানিয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে যদি কোনো করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে না পারেন, তিনি আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যৌক্তিক আবেদন করতে পারবেন।
২০২৫-২৬ কর বছরের জন্য বেশিরভাগ ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক, তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব, শারীরিকভাবে অক্ষম, বিশেষ চাহিদা সম্পন্ন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার আইনগত প্রতিনিধি ছাড়া।
করদাতারা ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন। এছাড়া ই-রিটার্ন দাখিলের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে রিটার্ন স্লিপ ও আয়কর সনদ প্রিন্ট করা সম্ভব।
এ বছর ইতিমধ্যেই প্রায় ১৮ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন জমা দিয়েছেন।

Please share your comment: