সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, দ্রুতই শুরু হচ্ছে যৌথ অভিযান: ইসি
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং নির্বাচনি পরিবেশ বজায় রাখতে খুব শীঘ্রই বড় ধরনের যৌথ অভিযান শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ইসি সানাউল্লাহ স্পষ্ট ভাষায় বলেন, "আমাদের বার্তা একদম পরিষ্কার; কাউকে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হবে না।" তিনি আরও যোগ করেন, যারা দস্যুতা, হত্যাকাণ্ড বা নির্বাচনি প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনা করছে, তাদের প্রতি কোনো ধরনের শিথিলতা বা মানবিকতা দেখানো হবে না। আবেগ বা অন্য কোনো অজুহাত ব্যবহার করে যারা অপকর্ম করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।
সার্বিক পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে নির্বাচন কমিশন জানায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচনি পরিবেশ ব্যাহতকারী যেকোনো অপতৎপরতা দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশন মনে করছে, যৌথবাহিনীর এই ঝটিকা অভিযান শুরু হলে জনমনে নিরাপত্তা ও আস্থার পরিবেশ আরও সুদৃঢ় হবে।

Please share your comment: