দিল্লির ব্যাখ্যা নাকচ করল ঢাকা, হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্রবাদীদের হামলার ঘটনায় ভারত সরকারের দেওয়া বিবৃতি ও ব্যাখ্যা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই অবস্থানের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি স্পষ্ট করেন যে, দিল্লির দেওয়া ব্যাখ্যা ঢাকার কাছে গ্রহণযোগ্য নয়।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এছাড়া সম্প্রতি একজন বাংলাদেশি নাগরিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ওই ব্যক্তিকে একটি নির্দিষ্ট সংখ্যালঘু গোষ্ঠীর সদস্য হিসেবে প্রচার করা হয়েছে—যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সরকারের পক্ষ থেকে এই ধরনের ভুল তথ্যের উপস্থাপনের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তৌহিদ হোসেন বলেন, সেখানে হামলার সময় নিরাপত্তা কর্মীদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। মাত্র দুজন নিরাপত্তারক্ষী উপস্থিত থাকলেও তারা নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে ছিলেন। তিনি আরও জানান, বাংলাদেশ আশা করে ভারত সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবে এবং ভবিষ্যতে দূতাবাসের নিরাপত্তা বৃদ্ধিসহ দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

Please share your comment: