শহীদ হাদির জানাজায় মানুষের ঢল, সংসদ ভবন এলাকা জনসমুদ্র
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজাকে ঘিরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বিপুল মানুষের সমাগম হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের অনেক আগেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ সেখানে জড়ো হতে শুরু করেন।
দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ভিড় নিয়ন্ত্রণে প্রতিটি প্রবেশপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আর্চওয়ে গেট বসানো হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করা হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, শহীদ হাদির জানাজা স্মরণকালের অন্যতম বৃহৎ গণজমায়েতে পরিণত হবে।

Please share your comment: