একজন সাবেক সাংবাদিক হিসেবে শুধু বলব, আমি দুঃখিত— প্রেস সচিব

News Desk Published: 19 ডিসেম্বর 2025 15:12 পিএম

ফাইল ছবি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, একজন সাবেক সাংবাদিক হিসেবে তিনি গভীরভাবে লজ্জিত এবং দুঃখিত। শফিকুল আলম জানান, হামলার রাতে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোতে কর্মরত একাধিক সাংবাদিক বন্ধু আতঙ্কিত কণ্ঠে তাঁর কাছে সহায়তা চেয়েছিলেন।

পোস্টে তিনি বলেন, ‘আমার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে অশ্রুসিক্ত ফোন কল পেয়েছি। আমি চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে, কিন্তু সময়মতো কার্যকর সহায়তা পৌঁছাতে পারিনি। এজন্য আমি নিজেকে ব্যর্থ মনে করছি।’

প্রেস সচিব আরও জানান, দ্য ডেইলি স্টার ভবনের ভেতরে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধারের পর ভোর পাঁচটার দিকে তিনি ঘুমাতে যান। এর আগেই দুটি সংবাদমাধ্যম দেশের ইতিহাসে গণমাধ্যমের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগের শিকার হয়।

তিনি লেখেন, ‘কোন শব্দ দিয়ে সান্ত্বনা দেব জানি না। একজন সাবেক সাংবাদিক হিসেবে শুধু বলব—আমি দুঃখিত। লজ্জায় মাথা নত হয়ে আসে।’

এদিকে হামলার ঘটনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সম্পাদকদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি এই হামলাকে ‘ন্যক্কারজনক ও অনাকাঙ্ক্ষিত’ আখ্যা দিয়ে জানান, সরকার গণমাধ্যম ও সাংবাদিকদের পাশে রয়েছে।

এই ঘটনায় দেশজুড়ে গণমাধ্যমের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Please share your comment:

Related