ঢাবি কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে শহীদ ওসমান হাদির মরদেহ

News Desk Published: 19 ডিসেম্বর 2025 15:12 পিএম

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

ঘোষণায় বলা হয়েছে, শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে এয়ারপোর্ট থেকে শাহবাগমুখী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাবেন। এরপর মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে, যেখানে সর্বসাধারণের জন্য শেষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ থাকবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগ চলাকালে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়।

দীর্ঘ চিকিৎসা সত্ত্বেও বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। ইনকিলাব মঞ্চ তাকে ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শহীদ’ হিসেবে অভিহিত করেছে।

Please share your comment:

Related