নির্বাচন সফলতার মূল শক্তি জনগণ, কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

National Desk Published: 18 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একটি নির্বাচন সফল হওয়ার মূল ভিত্তি হলো জনগণ। জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে কোনো শক্তিই নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না।

তিনি বলেন, জনগণের পরেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাজনৈতিক দলগুলো, এরপর নির্বাচন কমিশন, প্রশাসন এবং সর্বশেষ আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলো যদি শত্রুতা নয়, বরং সহাবস্থানের মাধ্যমে প্রতিযোগিতামূলক নির্বাচনে অংশ নেয়, তাহলে সেটি দেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক হবে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণকে সচেতন করলে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব।

এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে বলেন, তাঁর ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

কৃষি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চলতি মৌসুমে আলুচাষিরা কিছুটা লোকসানের মুখে পড়লেও সরকার প্রণোদনার বিষয়টি বিবেচনা করছে। একই সঙ্গে কোল্ড স্টোরেজ ডিসেম্বর পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ধানের ভালো ফলন কৃষকদের কিছুটা স্বস্তি দেবে।

Please share your comment:

Related