আ.লীগের সন্ত্রাসীদের দেখামাত্র আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ

National Desk Published: 17 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের যেসব নেতাকর্মী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের দেখামাত্রই আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন, মামলা আছে কি না—তা দেখার সুযোগ নেই।

বুধবার (১৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত সমর্থকদের প্রশ্নের জবাবে তিনি এ নির্দেশনা দেন। এ সময় এক ব্যক্তি অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তথ্য দেওয়ার পরও পুলিশ ব্যবস্থা নেয় না, বরং মামলা নেই বলে এড়িয়ে যায়।

এর জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা থাকুক বা না থাকুক, তাদের দেখামাত্রই গ্রেপ্তার করতে হবে। পুলিশ যদি তা না করে, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তা শঙ্কায় নারায়ণগঞ্জে এক প্রার্থীর নির্বাচন না করার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। সরকারের পক্ষ থেকে এতে মন্তব্য করার সুযোগ নেই। কেউ যদি নিরাপত্তাহীনতা অনুভব করেন, সেটি তার নিজস্ব উপলব্ধি; তবে সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানা শ্রেণির মানুষের উপস্থিতিতে এমন পরিবেশে নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা বলা ব্যক্তিগত অনুভূতির বিষয় হতে পারে, কিন্তু সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক।

অনুষ্ঠানে বিকেএমইএর পক্ষ থেকে জেলা পুলিশ ও শিল্প পুলিশকে পুলিশ ভ্যান উপহার দেওয়ার উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, এতে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম আরও শক্তিশালী হবে।

Please share your comment:

Related