মহান বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির বর্ণাঢ্য সংবর্ধনা

National Desk Published: 16 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা বঙ্গভবনে আয়োজন করেন জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে বঙ্গভবনের সবুজ প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

এই সংবর্ধনায় বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠদের পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৭ হাজারের বেশি অতিথি অংশ নেন। বিশেষ আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন প্রায় ২৬৬ জন বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিচার বিভাগ, প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অঙ্গনের শীর্ষ ব্যক্তিরা। তাদের মধ্যে ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, বিভিন্ন দেশের কূটনীতিক, সুপ্রিম কোর্টের বিচারপতি, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানসহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের একপর্যায়ে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ভিভিআইপি অতিথিদের সঙ্গে বিজয় দিবসের বিশেষ কেক কাটেন। পরে রাষ্ট্রপতি আহত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেন এবং অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Please share your comment:

Related