গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’র নামফলক উন্মোচন
রাজধানীর গুলশান এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়কের নতুন নাম দেওয়া হয়েছে ‘ফেলানী অ্যাভিনিউ’। গুলশান–২ থেকে প্রগতি সরণি পর্যন্ত বিস্তৃত এই সড়কের নামফলক মঙ্গলবার বিকেলে উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, সীমান্তে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদ ও মানবাধিকারের পক্ষে অবস্থান জানাতেই এই নামকরণ। তারা বলেন, ফেলানীর মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি সীমান্ত সহিংসতার প্রতীক। নতুন এই সড়ক সেই নির্মম বাস্তবতাকে প্রতিদিন মনে করিয়ে দেবে।
ডিএনসিসি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ফেলানীর নামের মাধ্যমে বাংলাদেশের আত্মমর্যাদা, ন্যায্যতা ও মানবিক অবস্থান তুলে ধরা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রসহ আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার প্রশ্নে স্পষ্ট বার্তা দিতেই এই উদ্যোগ।
উল্লেখ্য, ২০১১ সালে কুড়িগ্রাম সীমান্তে বাবার সঙ্গে দেশে ফেরার সময় কিশোরী ফেলানী খাতুন গুলিতে নিহত হন। তার মৃত্যু দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করেছিল এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তোলে।

Please share your comment: