খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ: প্রধান উপদেষ্টা

National Desk Published: 16 ডিসেম্বর 2025 19:12 পিএম

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকা এই জাতীয় নেত্রীর বিষয়টি আমাদের সকলের জন্য উদ্বেগের। তার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং দেশের উন্নয়নে অবদান এই রাষ্ট্রীয় মর্যাদা প্রমাণ করে।”

প্রধান উপদেষ্টা আরও জানান, সরকারের পক্ষ থেকে তার চিকিৎসা নিশ্চিত করতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর ফুসফুসে সংক্রমণ দেখা দেয়ার পর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। ৭৯ বছর বয়সি খালেদা জিয়া বিভিন্ন দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, যার মধ্যে রয়েছে লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস এবং সংক্রমণজনিত সমস্যা।

Please share your comment:

Related