১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোটের প্রস্তুতি চূড়ান্ত: প্রধান উপদেষ্টা

National Desk Published: 16 ডিসেম্বর 2025 19:12 পিএম

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এবং এ জন্য সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। তিনি মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তথ্য জানান।

ড. ইউনূস বলেন, নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে এবং সরকার কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে। তিনি আরও বলেন, এই ভোটের মাধ্যমে নির্ধারিত হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার পথ।

প্রধান উপদেষ্টা নির্বাচনকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ করার গুরুত্বারোপ করেন এবং বলেন, “নির্বাচনের প্রতি নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি, প্রযুক্তিগত সহায়তা ও পর্যবেক্ষণ নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।”

তিনি ভোটদাতাদের উদ্দেশে বলেন, “ভোট কেবল কাগজে সিল মারার আনুষ্ঠানিকতা নয়, বরং এটি নতুন রাষ্ট্র বিনির্মাণে সক্রিয় অংশগ্রহণ। দেশের মালিকানা আপনার হাতে, আর সেই মালিকানার স্বাক্ষর আপনার ভোট।”

ড. ইউনূস রাজনৈতিক দলগুলোর প্রতি নির্দেশ দেন, “এক অপরকে প্রতিযোগী হিসেবে দেখুন, শত্রু হিসেবে নয়। নির্বাচনের মাঠে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করুন, যাতে মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আত্মবিশ্বাসী হন।”

Please share your comment:

Related