বিজয় দিবসে পতাকা হাতে প্যারাট্রুপিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

National Desk Published: 16 ডিসেম্বর 2025 15:12 পিএম

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে সর্বাধিক জাতীয় পতাকা হাতে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।

প্যারাস্যুটিং প্রদর্শনীতে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার অংশ নেন। একযোগে জাতীয় পতাকা হাতে প্যারাট্রুপিংয়ের মাধ্যমে এটি বিশ্বের সর্বাধিক পতাকা নিয়ে প্যারাট্রুপিংয়ের রেকর্ড হিসেবে স্বীকৃতি পায়।

এই ঐতিহাসিক আয়োজন সরাসরি প্রত্যক্ষ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানের অংশ হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে দৃষ্টিনন্দন মহড়া প্রদর্শন করে।

Please share your comment:

Related