শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

National Desk Published: 16 ডিসেম্বর 2025 12:12 পিএম

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ভিড় জমায় সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের পর সাধারণ জনগণের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয়।

ভোরের আলো ফোটার আগেই কুয়াশা আর শীতল বাতাস উপেক্ষা করে লাল-সবুজের পতাকা হাতে স্মৃতিসৌধে ছুটে আসেন হাজারো মানুষ। রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শিশুদের মাথায় জাতীয় পতাকা আর গালে আঁকা রঙিন আলপনায় আরও প্রাণবন্ত হয়ে ওঠে বিজয়ের পরিবেশ। শ্রদ্ধা জানাতে আসা মানুষের কণ্ঠে শোনা যায় অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকারও করেন অনেকে।

Please share your comment:

Related