বিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব স্মারক প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।
এদিকে, গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান বলেন, হাদির মস্তিষ্কে আঘাত গুরুতর হলেও শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ এখনো নিয়ন্ত্রণযোগ্য অবস্থায় রয়েছে।
তিনি জানান, কিডনি, হার্ট ও শ্বাসপ্রশ্বাসের কার্যক্রম ওষুধ ও অক্সিজেনের মাধ্যমে আপাতত স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে। হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার পর এই ব্রিফিং দেওয়া হয়।
সায়েদুর রহমান আরও বলেন, এয়ার অ্যাম্বুলেন্স যাত্রার আগে বাংলাদেশ সরকার এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের মধ্যে টেলিকনফারেন্সে যোগাযোগ হয়েছে। ঢাকার এভারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা যৌথভাবে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেন।
তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, আল্লাহর রহমতে হাদি কিছুটা সুস্থতা নিয়ে ফিরে আসবেন বলে তারা প্রত্যাশা করছেন।

Please share your comment: