নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

National Desk Published: 14 ডিসেম্বর 2025 22:12 পিএম

ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সব রাজনৈতিক দলের জন্য আলাদা নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ।

এই প্রটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সম্ভাব্য প্রার্থীদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা এবং সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে—সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকবে। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্বে থাকা ব্যক্তি ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। প্রেস উইং জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় প্রধান হামলাকারীসহ তার সহযোগীদের পুলিশ ইতিমধ্যে শনাক্ত করেছে। তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় অভিযান চলছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা হচ্ছে।

প্রধান সন্দেহভাজন যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য শুক্রবার রাতেই সব ইমিগ্রেশন চেকপোস্টে তার ছবি ও তথ্য পাঠানো হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবি ও র‍্যাবের টহল জোরদার করা হয়েছে। প্রেস উইং জানায়, সন্দেহভাজনরা একাধিকবার অবস্থান বদল করায় গ্রেপ্তারে বিলম্ব হচ্ছে।

পুলিশ প্রধান সন্দেহভাজনের ট্রাভেল হিস্ট্রি সংগ্রহ করেছে। এতে দেখা যায়, আইটি ব্যবসায়ী পরিচয়ে তিনি গত কয়েক বছরে একাধিক দেশ ভ্রমণ করেছেন এবং সর্বশেষ ২১ জুলাই সিঙ্গাপুরে গিয়েছিলেন। হামলার সঙ্গে জড়িত থাকতে পারে—এমন আরও কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে।

Please share your comment:

Related