সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি

News Desk Published: 14 ডিসেম্বর 2025 22:12 পিএম

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার ১৫ ডিসেম্বর দুপুর দেড়টায় তাকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের এক কর্মকর্তা রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাবে। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দুপুর দেড়টায় ওসমান হাদিকে নিয়ে বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাদির বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় রেখে বিদেশে উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

প্রসঙ্গত, রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনার পর থেকেই তার চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নিন্দা জানায় এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীদের শনাক্তে তদন্ত অব্যাহত রেখেছে।

Please share your comment:

Related