ইলেক্টিভ ভেন্টিলেটরে খালেদা জিয়া, চলছে নিয়মিত ডায়ালাইসিস

National Desk Published: 11 ডিসেম্বর 2025 22:12 পিএম

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট দিয়েছে এভারকেয়ার হাসপাতাল। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন এবং তার ডায়ালাইসিস অব্যাহত আছে।

বৃহস্পতিবার দুপুরে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে অধ্যাপক ডা. শাহাবউদ্দিন তালুকদার সই করা বিবৃতিতে জানানো হয়, নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়াকে নিয়ে অনুমাননির্ভর সংবাদ প্রকাশ না করার অনুরোধ করা হয়েছে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিসসহ বহু জটিল রোগে ভুগছেন। বাসায় অবস্থানকালে শ্বাসকষ্ট ও দুর্বলতা বাড়ায় ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফুসফুস ও গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের অবনতি দেখা দিলে সিসিইউতে স্থানান্তর করা হয়।

গত কয়েকদিনে তার অবস্থার আরও জটিলতা বেড়েছে বলে জানায় মেডিকেল বোর্ড। শ্বাসকষ্ট বাড়ায় প্রথমে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ও বিপ্যাপ দিয়ে চিকিৎসা দেওয়া হলেও উন্নতি না হওয়ায় তাকে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। কিডনির কার্যকারিতা বন্ধ হয়ে যাওয়ায় চলছে নিয়মিত ডায়ালাইসিস।

এ ছাড়া তীব্র সংক্রমণ, প্যানক্রিয়াটাইটিস, রক্তক্ষরণ ও ‘ডিআইসি’–এর কারণে রক্ত ও রক্তজাতীয় উপাদান দেওয়া হচ্ছে। হৃদযন্ত্রের অ্যাওর্টিক ভালভেও সংক্রমণ ধরা পড়েছে, যা বিশেষজ্ঞদের পরামর্শে চিকিৎসা চলছে।

দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বিত মেডিকেল বোর্ড প্রতিদিন তার অবস্থা পর্যবেক্ষণ করছে। চিকিৎসকরা জানান, রোগীর গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।

Please share your comment:

Related