আমাকে অপমান করা হয়েছে, নির্বাচন হলেই সরে দাঁড়াব— রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

National Desk Published: 11 ডিসেম্বর 2025 21:12 পিএম

ফাইল ছবি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছেন, তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়তে চান। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি গভীরভাবে অপমানিত বোধ করছেন। তবে সংবিধান অনুযায়ী আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতেই তিনি বাধ্য।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া ওই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, “আমি যেতে আগ্রহী। পদ ছাড়তে চাই। তবে নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবো।”
তিনি অভিযোগ করেন, গত সাত মাসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর সঙ্গে একবারও সাক্ষাৎ করেননি। এমনকি সেপ্টেম্বরে দেশের দূতাবাস, হাইকমিশন ও মিশনগুলো থেকে তাঁর ছবি সরিয়ে ফেলার ঘটনাকে তিনি প্রকাশ্যে গভীর অপমান বলে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, হঠাৎ করে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা “ভুল বার্তা” দিয়েছে—মনে হয়েছে যেন তাঁকেই পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।

সাহাবুদ্দিন জানান, এ বিষয়ে তিনি প্রধান উপদেষ্টাকে চিঠিও পাঠিয়েছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
৭৬ বছর বয়সী সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। বর্তমান পরিস্থিতিতে তাঁর এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Please share your comment:

Related