তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

National Desk Published: 11 ডিসেম্বর 2025 19:12 পিএম

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৬–এর ওপর গণভোটের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

বার্তায় তিনি বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক যাত্রা নতুন এক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করল। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর যে নতুন পথরেখা তৈরি হয়েছে—এই নির্বাচন ও গণভোট সেই গতিপথকে আরও সুদৃঢ় করবে এবং জনগণের মতকে সামনে নিয়ে আসবে।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে ও পেশাদারিত্বের সঙ্গে সাংবিধানিক দায়িত্ব পালন করবে। পাশাপাশি নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখরভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব সহায়তা দেবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজসহ সকলের প্রতি নির্বাচনকে জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও শান্তিপূর্ণ পরিবেশ গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

Please share your comment:

Related