সাভারের জাতীয় স্মৃতিসৌধে দুই দিন জনসাধারণের প্রবেশ বন্ধ

National Desk Published: 11 ডিসেম্বর 2025 17:12 পিএম

ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবস পালনে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। এ সময় পুরো স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ পরিচালিত হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়, ১৬ ডিসেম্বর ভোরে ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা পুষ্পস্তবক অর্পণের সময়ও সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকবে।

এ ছাড়া বিজয় দিবসের আনুষ্ঠানিকতা ঘিরে গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো পোস্টার, ব্যানার বা ফেস্টুন টানানো নিষিদ্ধ করা হয়েছে। পুষ্পস্তবক অর্পণের সময় স্মৃতিসৌধের ফুলের বাগান রক্ষার বিষয়েও বিশেষ সতর্কতা ও সদাচরণের আহ্বান জানানো হয়েছে।

Please share your comment:

Related