একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য
সরকার ও নির্বাচন কমিশনকে সব ধরনের শঙ্কা দূর করে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে, নির্বাচন হবে—এ নিয়ে কারও দ্বিমত না থাকলেও সেটি কতটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, সে বিষয়ে এখনো স্পষ্টতা আসেনি।
বুধবার দুপুরে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক্-নির্বাচনী উদ্যোগ ‘আঞ্চলিক পরামর্শ সভা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। চট্টগ্রাম নগরের জিইসি এলাকার একটি হোটেলে সভাটি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার কথা বলেছেন। সেটি দেখতে দেশবাসী অপেক্ষা করছে। রাজনৈতিক দল, ব্যবসায়ী সমাজ, নাগরিক সম্প্রদায়, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্তর্বর্তী সরকার—সবারই চাওয়া একটি নির্বাচন। কিন্তু সেই নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা কাটছে না।
রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কার প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেড় বছর ধরে দেশে নানা সংস্কারের আলোচনা হলেও রাজনৈতিক দলগুলোর ভেতরের সংস্কার নিয়ে তেমন অগ্রগতি দেখা যায়নি। এ বিষয়ে রাজনীতিক, সরকার, নির্বাচন কমিশন কিংবা দুর্নীতি দমন কমিশন—কোনো পক্ষকেই কার্যকর ভূমিকা নিতে দেখা যাচ্ছে না।

Please share your comment: